বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের পিটিয়ে ট্রলার ভাঙচুর করে নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এসময় জলদস্যুরা ট্রলার মালিককেও মুক্তিপণের দাবিতে অপহরন করেছে।
বরগুনা মৎসজিবী ট্রলার মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (২০ নভেম্বর) ভোর চারটার দিকে পাথরঘাটা উপজেলার ৬০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনায় এঘটনা ঘটে। অপহৃত নেছারউদ্দিন খান এফবি মা ট্রলারের মালিক। তার বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটার বাদুরতলা গ্রামে।
ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে মাছ ধরছে এফবি মা ট্রলারের জেলেরা। শুক্রবার মধ্যরাতে তারা পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মোহনায় জাল ফেলে ঘুমিয়ে ছিলো। এরপর শনিবার ভোররাতে ওই ট্রলারে আক্রমন করে জলদস্যুর একটি দল। তারা ট্রলারে থাকা মজুদকৃত জ্বালানী, মাছ,নগদ টাকা, প্রয়োজনীয় সামগ্রী লুট করে নেয় এবং ট্রলারে থাকা ১২জেলেকে মারধর করে ফেলে রেখে ট্রলার মালিক নেছরউদ্দিন খানকে ধরে নিয়ে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাদুরতলার নেছারউদ্দিনের ট্রলারে ডাকাতির খবর পেয়েছি আমরা। দস্যুরা ট্রলার থেকে সবকিছু নিয়ে গেছে, ট্রলারটিও ভাঙচুর করেছে। ডাকাতরা ট্রলার মালিক নেছারউদ্দিনকে ধরে নিয়ে গেছে। মুক্তিপণের জন্য নেছারকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা নেছারউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি।
এবিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, আমরা এখনো সঠিক লোকেশন জানতে পারিনি। আক্রমনের শিকার ট্রলারটি পাথরঘাটা আসছে, ট্রলারটি আসার আমরা সঠিক তথ্য নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী জেলেকে উদ্ধারের পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।