পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ।
ম্যাচটিতে বাংলাদেশ সব মিলিয়ে ১০৮ রান করে ৭ উইকেট হারিয়ে। এই রান ২ উইকেট হারিয়ে টপকে যায় পাকিস্তান।
ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ১০৮ রান করলেও প্রথম দশ ওভারে করেছিল ৬৪ রান। আর পরের ১০ ওভারে করে মাত্র ৪৪ রান। এই রান করতে টাইগার ব্যাটসম্যানরা বাউন্ডারি হিসেবে দুটি চার মারে। ব্যস এ-ই। আর এতে করেই নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোন ম্যাচের পরের ১০ ওভারে সবচেয়ে কম রান করার লজ্জার রেকর্ড গড়েছে মাহমুদউল্লাহরা। অথচ সিরিজের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার শেষ ১০ ওভারে বাংলাদেশ করেছিল ৮৪ রান! কিন্তু আজ তার উল্টোটা হলো।
প্রথমে যেভাবে তারা রান তুলেছিলেন পরবর্তীতে যদি সেটি ধরে রাখতে পারতেন তাহলে বাংলাদেশেরর রান আরো বেশি হতো। সঙ্গে ফাইটও হয়তো দেয়া যেত।