বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : পুলিশের উপর হামলা, পুলিশের পিকআপভ্যান ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী শাহীনুর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল হাসান রাশেদসহ জামায়াতের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
গতকাল বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন আসামীদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।
মামলায় আসামীদের মধ্যে রয়েছেন: সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী শাহীনুর আলম, সহ সেক্রেটারী জাহিদুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য আব্দুল আজিজ, সুরা সদস্য শামসুল আলম তালুকদার, সদর উপজেলার বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল হাসান রাশেদ প্রমুখ। জামায়াতের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট ইসমাইল হোসেন হাসু, এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, এ্যাডভোকেট আবু তালেব আকন্দ, এ্যাডভোকেট মাসুদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।