Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের হাল ধরেছেন আফিফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ২:৩৫ পিএম | আপডেট : ২:৩৬ পিএম, ২০ নভেম্বর, ২০২১
প্রথম দুই ওভারে দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখের বিদায়। এর মাধ্যমে ফের চরম বিপদে পরে যায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলে বর্তমানে আস্থার প্রতীক আফিফ হোসেন ক্রিজে এসে ধরলেন দলের হাল। যে শাহীন আফ্রিদর বলে সবাই ভয়ে কাতর, তার বলেই মারলেন ছয়। 
 
ম্যাচের প্রথমে বিপদে পরলেও আফিফের দৃঢ় ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে বাংলাদেশ। 
 
সিরিজের প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন আফিফ। তার এই রানে শেষ পর্যন্ত লড়াই করার সুযোগ পায় টাইগাররা। আজ আফিফ কত দূর যায় তা দেখার বিষয। পাওয়ার প্লে শেষে তিনি ১৩ রান করেন। তাছাদা নাজমুল শান্তও বেশ ভালোই খেলছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ