তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে ব্যাটিং নেয়ার পর তিনি জানিয়েছেন এ পিচ কেমন আচরণ করবে তা বোঝাটা কঠিন। তবুও তিনি ব্যাটিং নিয়েছেন। অপরদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জোর গলায় বলেছেন তিনি টসে জিতলে বোলিংই নিতেন।
এ ব্যপারে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি এ উইকেটের আচরণ বুঝতে পারা কঠিন। এটা দেখতে ভালোই মনে হচ্ছে। আমরা ভালো একটি রান তোলার চেস্টা করব। আমরা এই রান এরপর আটকানোর চেস্টা করব।’
অপরদিকে বাবর বলেন, ‘আমরা বোলিংই করতাম। আমরা তাদের অল্পতে আটকানোর চেস্টা করব। গতকাল দুই দলই ব্যাটিংয়ে ভুগেছে।’
সিরিজের প্রথম ম্যাচে গতকালও টসে জিতেছিলেন মাহমুদউল্লাহ। গতকাল তিনি নিয়েছিলেন ব্যাটিং। আজও নিলেন ব্যাটিং।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছিল সেই একই দল নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে টাইগাররা।
অপরদিকে পাকিস্তান নিজেদের দলে একটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। বিশ্রাম দেয়া হয়েছে হাসান আলীকে।