Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১:২২ পিএম
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশকে হারতে হয়েছে। ফলে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই নামতে যাচ্ছে টাইগাররা। কারণ দ্বিতীয় ম্যাচের ফলাফল যদি ভালো না হয় তাহলে সিরিজটিই হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশর। জয় পেলে শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। 
 
বাংলাদেশ এ মিরপুরে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছে। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেলে ঘরের মাঠে টানা চারটি সিরিজে  জয় পাওয়া হবে না। 
 
গতকালের ম্যাচে বাংলাদেশ তারুণ্য নির্ভর এক দল নিয়ে খেলতে নামে। টপ অর্ডারে সবাই ছিলেন তরুণ। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় বাংলাদেশ খুব বেশি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি। আজকের ম্যাচে ভালো কিছু করতে হলে তাদের জ্বলে উঠতে হবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ