পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা আনজুমানে কাদেরীয়া ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী।
তিনি বলেন, যুগে যুগে আউলিয়ায়ে কেরামগণ দিকে দিকে ইসলামের আলো ছড়িয়েছেন।
তাদের ত্যাগের বিনিময়ে ইসলামের জ্যোতি বিচ্ছুরিত হয়েছে। ইসলামকে বিকৃতির কবল থেকে নিষ্কৃতি দিয়ে অবিস্মরণীয় ভূমিকা রাখেন গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)।
আল্লামা ফরিদ উদ্দিন আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে কনফারেন্সে সকলের অংশগ্রহণ কামনা করেন। সভায় মাওলানা মুফতি কামাল উদ্দিন আজিজি, প্রিন্সিপাল মাওলানা লোকমান চিশতি, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।