বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা শহরের পার্শ্ববর্তী পারনান্দুয়ালী পূর্ব মুন্সীপাড়ায় গরুকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে জোসনা বেগম (৪৫) এক গৃহবধূ নিহত হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ছেলে রুবেল (২৫)।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি রুবেল বলেন, বাড়ির পাশে একটি জমিতে তাদের ঘাস লাগানো ছিল। যা তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। প্রতিবেশী জিহাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম প্রায়ই তাদের গরু নিয়ে ঘাসের জমিতে ছেড়ে দিতো।
তাদেরকে নিষেধ করলে বিষয়টির কোন গুরুত্ব দিতো না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত বৃহস্পতিবার ওই জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জোসনা বেগমকে জিহাদের পরিবারের মহিলারা মারধর করে। রুবেল বাড়িতে গিয়ে ঘটনা জানতে পেরে এর প্রতিবাদ করতে যায়, এ সময় জিহাদসহ তার স্ত্রী জোহরা ও ছেলের বউ শান্তা তাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। এলাকাবাসি তাদেরকে দ্রুত হাসপাতালে নিলে তার মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ারপর অবস্থার আরো অবনতি হলে ঢাকায় নেয়ার পথে গত বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।