মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহর রিও গ্রান্দে ঘোড়ার মাংসকে গরুর বলে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। পুলিশের দাবী, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ প্রতারণা করে আসছিল। ঘোড়ার মাংসের পাশাপাশি গ্রেফতারকৃতদের থেকে পঁচা শূকরের মাংস ও টার্কির মাংস উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। খবর সিএনএনের।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ব্রাজিলের রিও গ্রান্দে দে সুল রাজ্যের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গ্রেফতারকৃতরা একটি ঘোড়াচোর চক্রের সদস্য। তারা গরুর মাংসের নামে প্রতি সপ্তাহে অন্তত ৮০০ কেজি ঘোড়ার মাংস স্থানীয় বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করত। তদন্তে জানা গেছে যে, ওই এলাকার ৬০ শতাংশ রেস্টুরেন্টেই স্টেক ও বার্গার তৈরিতে ওই চক্রের বিক্রিত ঘোড়ার মাংস ব্যবহার করা হয়েছে।
রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রশ্ন তুললে এ নিয়ে তদন্তে শুরু হয়। পরে ক্যাজিয়াস দে সুল অঞ্চলের খাবারের ফরেনসিক পরীক্ষা করে এ জালিয়াতি ধরা পড়ে। পরে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ঘোড়াচোর চক্রের ৬ জনকে। তাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।