Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এশিয়ার পাঁচ দেশেই কর্ম হারালেন ১৬ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনখাত। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকায় ধস নেমেছে এখাতে। কর্ম হারিয়েছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ। জানা গেছে, পর্যটনখাতে ধস নেমে গত বছর এশিয়ার পাঁটটি দেশে ১৬ লাখ মানুষ কর্ম হারিয়েছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানিয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের সংস্থাটি প্রতিবেদনে জানায়, পর্যটনখাতে কর্ম হারানোর মধ্যে এক-তৃতীয়াংশই হচ্ছে এশিয়ার পাঁচটি দেশে। দেশগুলো হলো-ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্রুনাই ও মঙ্গোলিয়া। প্রতিবেদনে বলা হয়, অন্যান্যখাতের চেয়ে চারগুণ বেশি কর্ম হারিয়েছেন পর্যটন খাতে। সবচেয়ে বেশি কর্ম হারিয়েছেন নারীরা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইএলওর আঞ্চলিক পরিচালক চিহোকো আসাদা-মিয়াকাওয়া বলেন, এই অঞ্চলের পর্যটনের ওপর করোনাভাইরাসের প্রভাব বিপর্যয় থেকে কম কিছু নয়। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো দ্রুত গতিতে করোনা প্রতিরোধী টিকাকরণের কাজ চালিয়ে যাচ্ছে ও ধীরে ধীরে সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। আগামী বছর থেকে পর্যটনখাতে কর্মঘণ্টা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আইএলওর প্রতিবেদনে বলা হয়, ব্রুনাইতে এখাতে কর্মসংস্থান কমেছে ৪০ শতাংশ যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। ফিলিপাইনে পর্যটন-সম্পর্কিত কর্মসংস্থান ২৮ শতাংশ কমেছে। ভিয়েতনামে গড় মজুরি কমেছে ১৮ শতাংশ। তবে নারীদের কমেছে ২৮ শতাংশ। পর্যটনখাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাইল্যান্ড। করোনা মহামারির আগে এখাত দেশটির জিডিপিতে ২০ শতাংশ অবদান রাখে। এখনে গড় মজুরি কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। মঙ্গোলিয়া কর্মসংস্থান কমেছে ১৭ শতাংশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, ২০১৯ সালে প্রায় ২৯ কোটি ১০ লাখ পর্যটক এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভ্রমণ করেছেন। যা অর্থনীতিতে প্রায় ৮৭৫০০ কোটি ডলার যোগ করেছে। ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়ার সিনিয়র অর্থনীতিবিদ গ্যারেথ লেদার বলেন, করোনা মহামারিতে পুরো অঞ্চলজুড়ে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ