Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমজেএফ’র অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ৫:৫৯ পিএম

দেশে শেয়ারবাজারের সম্ভাবনা বাড়ছে। চাহিদা ও সরবরাহ দুইদিক থেকেই সমৃদ্ধ হচ্ছে বাজার। একটি শক্তিশালী বাজারের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। আর সম্ভাবনা কাজে লাগাতে কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর আলরাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন।

তার মতে, আগামীতে দেশের অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার। সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ প্রমুখ।

প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সিএমজেএফ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন আমরা আসল নিউজটা পাই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে তথা মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের একটি প্ল্যাটফর্ম লাগবে। এখানে যেসব সাংবাদিক আছেন, তাদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেই আমরা সঠিক তথ্যের যেন নিশ্চয়তা পাই। সে প্ল্যাটফর্মটি যেন এটি হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ, বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান,প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহসান কবির, ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক খায়রুল আনাম চৌধুরী, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক, আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, আহমেদ, এএফসি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মজুমদার, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, লংকা বাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফফাত রেজা, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, এবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, এবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান পনির, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর, সিএমজেএফের ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ফাউন্ডার সেক্রেটারি ফখরুল ইসলাম হারুন, সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টু, সাবেক সেক্রেটারি সারোয়ার এ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সাংবাদিকদের অন্যতম মর্যাদশীল সংগঠন সিএমজেএফ। ২০০৮ সালে রাজধানীর হোটেল রেডিসনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সংগঠনটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শেয়ারবাজারের মতো টেকনিক্যাল খাতে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে। নিজস্ব অফিস প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। সামগ্রিকভাবে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় যা সহায়ক হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, সিএমজেএফ’র নিজস্ব অফিস কিনতে যে সব প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে এরমধ্যে রয়েছে- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ এসোশিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, এনআরবিসি ব্যাংক লিমিটেড, শেয়ারবাজার নিউজ, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল কাউন্টার পার্র্টি বাংলাদেশ লিমিটেড, চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ