Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানায় লিখিত অভিযোগ ছাত্রলীগের দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা আমিনুল ইসলাম আকাশের নামে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ এনে গত মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । 

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে সে রানীরহাট বন্দরে একটি বিশেষ কাজে যায়। এ সময় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আকাশের নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ জন যুবক তাকে মারপিট করে তার কাছে থাকা ২০ হাজার ২’শ টাকা ও ১ টি মোবাইল সেট ছিনিয়ে নেয় ।
এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম আকাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে রানীরহাট বন্দরে কয়েকজন ছাত্রলীগ কর্মী ঘেরাও করে রেখেছে শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ছেড়ে দেন। তিনি আরো বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কাজল ইতিপূর্বে জমি দখল ও ছিনতাই করেছে। এ সব অপকর্মের প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, উভয়ে ছাত্রলীগের নেতা এবং ছোট একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বসে বিষয়টির সমঝোতা করে দেওয়ার কথা রয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানায় লিখিত অভিযোগ ছাত্রলীগের দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ