Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের বিপক্ষে জিতলেই হ্যাটট্রিক হবে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১:০২ পিএম
সব অপেক্ষা শেষে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 
 
আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে জয় পেলেই মিরপুরে জয়ের হ্যাটট্রিক হবে টাইগারদের। কিভাবে?
 
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় ২০১৫ ও ২০১৬ সালে। আর দুটি ম্যাচই হয়েছিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। টাইগাররা পাকিস্তানের বিপক্ষে এ দুটি ম্যাচের পর মিরপুরে আর কোন টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়নি দুই দল। যেহেতু  শেষ দুটি দেখাতেই বাংলাদেশ জয় পেয়েছিল, ফলে আজ পাকিস্তানকে হারালেই মিরপুরে টি-টোয়েন্টিতে এ দলটির বিপক্ষে টানা তিনটি ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক হবে টাইগারদের।
 
তবে ২০১৫-১৬ সাল থেকে এবারের চিত্রটা ভিন্ন। বাংলাদেশে পাকিস্তান এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশ্বকাপের সেমিফাইনাল খেলে।  অপরদিকে বাংলাদেশ খেলতে নামছে ব্যর্থতায় ভরপুর একটি বিশ্বকাপ শেষ করে। এরপর দলে আনতে হয়েছে ব্যপক পরিবর্তন। দলের সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়দের বাইরে রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়েছে। এখন দেখার বিষয় এ তরুণরা দারুণ উজ্জীবিত পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে টাইগার সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেন কি-না। 
 
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে। এর মধ্যে মাত্র দুটি ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দশটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানই।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ