Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী কেলেঙ্কারিতে অধিনায়কের পদ ছাড়লেন পেইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৩১ এএম
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে মর্যাদার লড়াই অ্যাশেজের ঠিক আগ মূহুর্তে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এক নারীকে কয়েক বছর আগে কুরুচিপূর্ণ মেসেজ দেয়ার ঘটনায় হঠাৎ করে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে পেইনকে।
 
ঘটনাটা মূলত ২০১৭ সালের। তখন তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে কুরুচিপূর্ণ মেসেজ পাঠিয়েছিলেন তিনি। 
 
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়টি  নিয়ে পরের বছর সেই নারী কর্মী অভিযোগ জানান অস্ট্রেলিয়া  ক্রিকেট বোর্ড ও তাসমানিয়া ক্রিকেটের কাছে। সেবার তেমন কোন বড় শাস্তি দেয়া হয়নি তাকে। 
 
তবে সম্প্রতি আবারও সে ঘটনা চলে এসেছে সামনে। আর তাই এবার নিজের অপরাধ স্বীকার করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পেইন।
 
এখন পেইন দায়িত্ব ছাড়ায় তার জায়গায় দায়িত্ব পাবেন সহ-অধিনায়ক প্যাট কামিন্স। আর এটি হলে ৬৫ বছর পর দলের কোন বোলার টেস্টের অধিনায়ক হবেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ