টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন সকলকে চমকে দিয়ে একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানের কাছে থেকে উপহার হিসেবে পাওয় পবিত্র কোরআন শরীফ নিয়মিত পাঠ করেন তিনি, ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ আছে। এবার আরেকবার টুইট করে সকলকে চমক দিলেন অজি ব্যাটিং কিংবদন্তি। সেটি সালাম দিয়ে!
পাকিস্তানের হয়ে বিশ্বকাপে কাজ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যান ম্যাথু হেইডেন। অপরদিকে বাবর আজমের দল চলে আসে বাংলাদেশে, টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
আর বাংলাদেশ সফরে আসা পাকিস্তান দলকে শুভকামনা জানিয়ে একটি টুইট করেছেন হেইডেন। সেই টুইটটি তিনি আবার করেছেন উর্দু ভাষায়। এখানেই চমকের শেষ না। নিজের টুইটটি তিনি শুরু করেন মুসলিমদের চিরাচরিত রীতি সালাম দিয়ে।
‘আসসালামু আলাইকুম পাকিস্তান। আমি এখন ব্রিসবেনে আছি ও আমার আইসোলেশন সময় শেষ করছি। কিন্তু আমার মন পরে আছে ঢাকায় থাকা পাকিস্তান দল ও সাপোর্ট স্টাফদের কাছে।’ পোস্ট করেন তিনি।
‘আমি পাকিস্তানের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। এগিয়ে যাও চ্যাম্পিয়নরা। তোমরা পারবে।’ যোগ করেন হেইডেন।
এদিকে ম্যাথু হেইডেন বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন। বিশ্বকাপ শেষেই তিনি চলে যান। অন্যদিকে বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলেন্ডার। তারও চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তিনি এর মেয়াদ বাড়ান ও বাংলাদেশ সফরে আসেন। তিনটি টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট ম্যাচ শেষে ফিলেন্ডার তার দেশে চলে যাবেন।