Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

অবশেষে দুদকের মামলা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

করোনা রোগী পরীক্ষার ইউজার ফির ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান এ মামলা করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রকাশ কুমার দাস খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্বপ্রাপ্ত হয়ে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এরমধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। তবে বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
এর আগে আত্মসাতের বিষয়টি সন্দেহ হলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এর পরপরই খুলনা সিভিল সার্জন অফিস থেকে গত ২৭ সেপ্টেম্বর খুলনা থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। ওই জিডির কপিসহ অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরাধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।



 

Show all comments
  • Shahjahan Bacchu ১৯ নভেম্বর, ২০২১, ৬:৩৮ এএম says : 0
    তোমরা যুগ যুগ বেঁচে থাকো বাবা। বাংলাদেশ তোমাকেই চায়।
    Total Reply(0) Reply
  • Atik Rahman ১৯ নভেম্বর, ২০২১, ৬:৩৮ এএম says : 0
    যতো প্রকাশ আছে তাদের এবং তাদের পরিবারের সবাই কে ডেকে এনে সরকারি চাকরি দিন এবং চুরি করার সুযোগ করে দিন।
    Total Reply(0) Reply
  • Ashfaqul Islam ১৯ নভেম্বর, ২০২১, ৬:৩৯ এএম says : 0
    আয় আল্লাহ তায়ালা লুটেরাদের হাত থেকে সোনার বাংলাকে হিফাজত করুন।
    Total Reply(0) Reply
  • Mohammed Ashad ১৯ নভেম্বর, ২০২১, ৬:৪০ এএম says : 0
    সিভিল সার্জন কে রসি দিয়ে বেধে পিটান টাকা পেয়ে যাবেন । এতো দিনের টাকা কি ভাবে থাকে একটা মানুষের কাছে । আর সিভিল সার্জন কি করেন ।
    Total Reply(0) Reply
  • Arif Jaan ১৯ নভেম্বর, ২০২১, ৬:৪০ এএম says : 0
    সব এই ভাবেই পালাইব আমাদের কিছু করার নাই ভাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদকের মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ