মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার রাজপথে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। গত ২৫ অক্টোবরের অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার রাজধানী খার্তুম ছাড়াও বাহরি, ওমদারমান শহরে বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর এবং অভ্যুত্থানে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি জানায়। ওই তিন শহরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাজা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোনের যোগাযোগ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে বিক্ষোভকারী এবং পুলিশ সদস্যরা রয়েছেন। বিক্ষোভকারীদের সাথে যুক্ত সুদানিজ চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, অভ্যুত্থানকারী বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে তাজা গুলি ব্যবহার করেছে আর বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা মারাত্মক। তারা জানিয়েছে, বাহরি শহরেই নিহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তাণ্ডবের প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ব্যারিকেড গড়ে তোলে। ওমদারমান শহরের এক বিক্ষোভকারী বলেন, ‘মানুষ এই মুহূর্তে খুবই ভীত।’ পোর্ট সুদান, কাসালা, ডঙ্গোলা, ওয়াড মাদানি এবং জেনেইনা শহরে বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মূল সড়ক এবং সংযোগ সড়কগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।