মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবমেরিন নিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। মঙ্গলবার এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। দক্ষিণ চীন সাগরে এই দুই দেশের এ ধরনের মহড়া এটিই প্রথম। জাপানের নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিন ছাড়াও দুইটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান মহড়ায় অংশ নেয়। মার্কিন নৌবাহিনীও একটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান পাঠায়। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে নিজের উপস্থিতি জোরদার করছে বেইজিং। পর্যবেক্ষকরা বলছেন, জাপান-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করা এবং অবাধ ও মুক্ত একটি ভারত-প্রশান্ত মহাসাগর অর্জনে দুই দেশের লক্ষ্য বাস্তবায়নই এই মহড়ার উদ্দেশ্য। একইসাথে অঞ্চলটিতে বেইজিং-এর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।