মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন র্যাপার ইয়ং ডলফের (৩৬) প্রকৃত নাম অ্যাডলফ রবার্টন থর্নটন জুনিয়র। তবে ইয়ং ডলফ নামেই তিনি জনপ্রিয়। স্থানীয় সময় বুধবার টেনেসি রাজ্যের মেমফিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছের মাকেদা কুকিসের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে, ইয়ং ডলফকে তার শহরের মাকেদা কুকিসের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে, তাকে কে বা কারা হত্যা করেছে, সে ব্যাপারে কোনো ধারণা নেই। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। জানা গেছে, ইয়ং ডলফকে টার্গেট করে হত্যা করা হয়েছে। একটি গাড়ি এসে মাকেদা কুকিসের সামনে দাঁড়ায়; এরপর ইয়ংকে টার্গেট করে গুলি করে পালিয়ে যায়। ইয়ং-এর চাচাতো বোন বলেছেন, আমাদের ফুফু ক্যান্সারে আক্রান্ত রয়েছে। তাকে দেখার জন্যই গত সোমবার থেকে শহরে ছিল ইয়ং। ফুফুকে কিছু উপহার কিনে দেওয়ার জন্য বের হয়েছিল সে। এরপর দুবৃত্তদের হামলার শিকার হয়। স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।