Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের বৃহত্তম ভাসমান শিল্প এলাকা হচ্ছে সউদীতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সউদী আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশের পরিকল্পিত শিল্পনগরীর নাম নিওম। এ নগরীতেই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্প কমপ্লেক্স তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর নাম দেয়া হয়েছে অক্সাগন। এর আগে গত জানুয়ারিতে তাবুক প্রদেশেই দ্য লাইন নামে একটি স্মার্ট শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানায় সউদী সরকার। শহরটি হবে গাড়িবিহীন, সড়কবিহীন, সর্বোপরি সেখানে কার্বন নিঃসরণের পরিমাণ হবে শূন্য। অক্সাগন মূলত দ্য লাইনের নীতি ও দর্শনের পরিপূরক হিসেবে গড়ে উঠবে। সউদী প্রেস এজেন্সির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অক্সাগন হবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে ওঠা বসবাসের স্থান। এটি লোহিত সাগরের মধ্যে অবস্থিত, যা সুয়েজ খালের খুব কাছেই। অক্সাগনের অবস্থান হবে দ্য লাইনের দক্ষিণে। বৈশ্বিক বাণিজ্যের ১৩ শতাংশ লোহিত সাগরের মধ্য দিয়ে যায়। অক্সাগন এমন স্থানে নির্মিত হচ্ছে, যাতে করে এটি বিশ্বের মধ্যে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত অবকাঠামোর কেন্দ্রগুলোর মধ্যে একটি হবে। এর সঙ্গে থাকবে বিমানবন্দরগুলোর সংযোগও। অক্সাগন হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ সমন্বিত বন্দর ও সরবরাহ চেইনের ব্যবস্থা, যা কাজ করবে নিওমের জন্য। বন্দর, অবকাঠামো ও রেল যোগাযোগের সব সুবিধা এখানে একীভূত করা হবে। এর মাধ্যমে পাওয়া যাবে বিশ্বমানের উৎপাদনশীলতা, যা আবার শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রাকেও পূরণ করবে। এর মাধ্যমে কীভাবে প্রযুক্তি ও পরিবেশগত বিষয়গুলোকে টেকসই করে একীভূত করা যায় এবং তা গ্রহণ করা যায়, সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছে সউদী আরব। এমনকি শহরটির সব শক্তি বা বিদ্যুৎ আসবে পরিবেশবান্ধব জ্বালানি থেকে। এসপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ