মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলারুশ থেকে অভিবাসীদের নিজ দেশ পোল্যান্ডে প্রবেশে সহায়তা করছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রধান মুফতি তোমাসজ মিসকিউইকজ। তার এ সহায়তা কোনো ধর্মীয় ভিত্তিতে না, বরং মানবিক দিক বিবেচনা করেই তিনি অভিবাসীদের সহায়তার হাত বাড়িয়েছেন।
পোল্যান্ডের পূর্বাঞ্চলে লিপিকা তাতারসদের সঙ্গে কাজ করছেন এই মুফতি। ইউরোপের সবচেয়ে প্রাচীন মুসলিম সম্প্রদায়ের একটি লিপিকা তাতারদের অংশ হিসেবে প্রায় দুই হাজার মানুষ অভিবাসনপ্রত্যাশীদের সহায়তায় সক্রিয় রয়েছেন। খবর রয়টার্স
অন্যান্য পোলিশ নাগরিকদের সঙ্গে তারাও মানবিক সহায়তার কাজে নেমে পড়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাশিয়ার মিত্র বেলারুশ বর্তমানে অভিবাসন সংকটের মূলহোতা। কারণ, বেলারুশের রাজধানী মিনসকে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড়ের দায়ে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর অভিবাসন সংকট তৈরি করে ইউরোপের বিরুদ্ধে সেই নিষেধাজ্ঞার প্রতিশোধ নিচ্ছে বেলারুশ।
ইরাক ও আফগানিস্তান থেকে যাওয়া প্রায় চার হাজার অভিবাসনপ্রত্যাশী প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বর্তমানে পোল্যান্ড সীমান্তের বনের মধ্যে অপেক্ষায় আছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর সঙ্গেও পোল্যান্ডের বিস্তারিত সীমান্ত রয়েছে।
মুফতি তোমাসজ মিসকিউইকজ বলেন, পোল্যান্ডে কোনো ব্যক্তির বৈধভাবে থাকার অধিকার থাকুক কিংবা না-ই থাকুক, তাদের মাথা গোঁজার ঠাঁই, প্রয়োজনীয় খাবার ও শালীন পোশাকের প্রয়োজনীয়তা আছে। এসব মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে।
পোল্যান্ডের একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাতারস। দেশটির ৯০ শতাংশ মানুষ ক্যাথলিক। ইউরোপীয় দেশটির সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যাথলিক গির্জা।
মানবিক সহায়তায় গির্জার ভূমিকারও প্রশংসা করেছেন মুফতি তোমাসজ। তিনি বলেন, পোল্যান্ডের মুসলমানেরাও একই কাজ করছেন। গেল কয়েক সপ্তাহ ধরে যারা সীমান্ত অতিক্রম করছেন, তাদের সহায়তায় কাজ করছেন তিনি ও তাতার সম্প্রদায়ের নেতা ম্যাসিয়েজ সিকনোউইকস।
তাতারস প্রধান বলেন, পোল্যান্ড ও জার্মানির লোকজন আমাদের জন্য অর্থসহ বিভিন্ন সরঞ্জমাদি পাঠাচ্ছেন। মুসলমানদের জন্য যা অনেক বড় সহায়তা। আমরা সেনাদের জন্য স্যুপ রান্না করছি। প্রতিদিন অন্তত ৩০০ জনকে খাবার যোগান দিচ্ছি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।