Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ডহিটার আসিফ আলীকে রাখেনি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ২:১২ পিএম | আপডেট : ২:৩৬ পিএম, ১৮ নভেম্বর, ২০২১
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই ১২ জন থেকে ১১ জন নিয়ে বাংলাদেশের বিপক্ষে কাল মুখোমুখি হবে পাকিস্তান। আজ এক সংবাদ সম্মেলনে ১২ জনের নামের তালিকা জানিয়েছেন অধিনায়ক বাবর আজম। 
 
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলে ম্যান ইন গ্রিনরা। আর বিশ্বকাপে তারা যে দল নিয়ে খেলেছিল, সেই একই দল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। 
 
তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটিতে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি হার্ডহিটার আসিফ আলীকে। তাছাড়া বাদ পরেছেন ইমাদ ওয়াসিমও। এ দুজনের বদলে দলে এসেছেন হায়দার আলী, খুশদিল শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আসিফ আলী বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে বেশ বড় ভূমিকা রাখেন। বিশেষ করে আফগানদের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন। 
 
এদিকে বিশ্বকাপে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ খেলে পাকিস্তান। এর সবগুলো ম্যাচে ঠিক একই একাদশ নিয়ে নামে তারা। এখন বাংলাদেশের বিপক্ষে সিরিজের মাধ্যমে তাদের একাদশেও কমপক্ষে আসছে তিনটি পরিবর্তন।
 
প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ