Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১:৫১ পিএম | আপডেট : ১:৫২ পিএম, ১৮ নভেম্বর, ২০২১
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে দুই দেশ। 
 
এ ম্যাচটির মাধ্যমে মিরপুর স্টেডিয়ামে পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিন্তান। 
 
মিরপুরে আগে দুই দেশের মধ্যে যে চারটি ম্যাচ হয়েছে, তার মধ্যে সমান দুটি করে ম্যাচে জয় পেয়েছে দুই দেশ। মানে দুই দলই মিরপুরে সমান শক্তিশালী। 
 
শেরে বাংলা স্টেডিয়ামে দুই দল প্রথমবার মুখোমুখি হয় ২০১১ সালে। সেবার  টাইগাররা হারে ৫০ রানের বড় ব্যবধানে। এরপর দ্বিতীয়বার শেরে বাংলায় তারা খেলে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে। সেবারও বাংলাদেশকে হারের স্বাদ পেতে হয়, এমনকি কাকতালীয়ভাবে সেই ৫০ রানের ব্যবধানেই।
 
মিরপুরে পরবর্তীতে দুই দল আবার মুখোমুখি হয় ২০১৫ সালে। সেবার বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ম্যান ইন গ্রিনরা। আর সেবারই পাকিন্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরমাধ্যমে ২০০৯ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর মিরপুরে চতুর্থবারের মতো দুই দল মুখোমুখি হয় ২০১৬ সালে। সেবার ছিল এশিয়া কাপের ম্যাচ। ওই ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দেয় ৫ উইকেটের ব্যবধানে। 
 
এদিকে সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ১২টি ম্যাচে খেলেছে। এরমধ্যে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। আর দুটিই এসেছে মিরপুরে। আর বাকি ১০টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ