Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মূহুর্তের জয়ে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১১:২৫ পিএম
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল ভারত। আর সেই হারেই কঁপাল পুড়ে ম্যান ইন ব্লুদের। সবশেষে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় তারা। 
 
অবশেষে বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ আজ কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিয়েছে ভারত। তাদের নিজ ঘরের মাঠে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। 
 
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। এই রান ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জিতে নেয় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। যদিও ম্যাচটিতে শেষ দিকে উত্তেজনা ছড়ায়। রান তাড়া করার সময ভারতের হাতে পুরোপুরি নিয়ন্ত্রন থাকলেও শেষ ওভারে তাদের ১০ রান প্রয়োজন হয়। তবে সে রান ঋসভ পন্ত ও ভেঙ্কস আয়ার একটি করে চার মেরে তুলে দেন। যদিও শেষ ওভারটি করতে আসা ডারইয়াল মিচেলের বলে আউট হন অভিষিক্ত ভেঙ্কস আয়ার। কিন্তু পন্ত শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। 
 
এরআগে ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন মার্টিন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন মার্ক চাপম্যান। অপরদিকে ভারতের হয়ে দুটি করে উইকেট  নেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন। 
 
অপরদিকে ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সূর্যকুমার যাদব। দ্বিতীয সর্বোচ্চ  ৪৮ রান করেন নতুন অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ