Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গাজী মাজহারুল আনোয়ার, একাধারে চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপাকার, প্রযোজক এবং পরিবেশক। স্বাধীনতার যুদ্ধে বিশেষ অবদান স্বাধীন বাংলা বেতারের সূচনা সঙ্গীত ‘জয় বাংলা বাংলার জয়’ ও অন্যান্য সাংস্কৃতিক অবদানের জন্য স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট গোল্ড মেডেল লাভ করেন। একুশে পদকও পান তিনি। ৭৩ বছর বয়সী গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে একটি ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি জানান, তার চাচা ইমরুল আনোয়ারের উদ্যোগে বিশেষ সম্মাননা শীর্ষক সঙ্গীতানুষ্ঠান ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ৬০টি গান পরিবেশন করবেন কনকচাঁপা, বাদশা বুলবুল, দিঠি আনোয়ার ও অপু। আজ রাজধানীর একটি ক্লাবে রাত আটটায় অনুষ্ঠানটি শুরু হবে। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘এই অনুষ্ঠানের উদ্যোক্তা আমারই ছোট ভাই লিটন। পারিবারিকভাবে তাদের একটা উপলব্ধি এসেছে যে আমার লেখা হাজার হাজার গান হয়তো বা মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এদেশে গান সংরক্ষণের তেমন বিশেষ কোন আর্কাইভ হয়নি। আজকের এই অনুষ্ঠানটি তারই একটি প্রক্রিয়া। এটা যদি ধারাবাহিকভাবে হতে থাকে তবে আগামী প্রজেন্মর কাছে আমাদের কর্মকা- পৌঁছাতে থাকবে।’ অনুষ্ঠানটিতে গান গাওয়া প্রসঙ্গে বরেণ্য সঙ্গীতশিল্পী কনকচাঁপা বলেন, ‘গাজী ভাইয়ের লেখা গানে আমি প্রথম প্লে-ব্যাক করি খেয়া ঘাটের মাঝি সিনেমায়। এরপর আরো বেশকিছু গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো সাবিনা আপা, শাহনাজ আপার কণ্ঠে তার লেখা দেশের গানগুলো ছোটবেলা থেকেই গাইতাম। গাজী ভাইয়ের লেখা দেশাত্ববোধক গানগুলোতে তিনি দেশকে এমনভাবে তুলে ধরেছেন যেন দেশের প্রতিটি মানুষের মনের কথাই তিনি বলেছেন। আমার দুর্ভাগ্য তার লেখা খুব বেশি গান গাওয়ার সৌভাগ্য হয়নি। আজ তাকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা গান গাইবো, এটা আমার জন্য অনেক আনন্দের, গর্বের।’ বাবাকে নিয়ে দিঠি বলেন, ‘এমন একজন মানুষের সন্তান আমি যাকে নিয়ে বাংলাদেশ গর্ব করে, যাকে নিয়ে বিশ্ব গর্ব করে। এরচেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কী ই বা হতে পারে। বাবার লেখা গান গাইবো বাবারই সামনে আজ। ভালোভাবে যেন গাইতে পারি এই দোয়াটাই চাই সবার কাছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ