Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের সঙ্গে সখ্যতা রেখেই আগাতে চায় আইসিসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ২:০৪ পিএম
গত আগস্ট মাসে আশরাফ ঘানিকে সরিয়ে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর দেশটিতে হঠাৎ করেই অনেক পরিবর্তন আসে। এর ছোঁয়া পরে ক্রিকেটেও। তালেবান ক্ষমতা নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডে ব্যপক রদবদল আনে। 
 
তবে এ বিষয়টি কয়েকটি দেশের পছন্দ হয়নি। বিশেষ করে অস্ট্রেলিয়ার। তারা যেন তালেবানের শাসন কোনভাবেই মেনে নিতে পারছে না। এই নভেম্বর মাসে আফগানিস্তানের অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তারা সেই ম্যাচটি স্থগিত করে দিয়েছে, তালেবান মেয়েদের ক্রিকেট খেলতে দেবে না এই দোহাই দিয়ে। এটি করেই থেকে নেই অস্ট্রেলিয়া। তারা আফগানিস্তানকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্যও উঠেপরে লেগেছিল। 
 
তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে সখ্যতা রেখেই এগিয়ে যেতে চান তারা। হুটহাট কোন সিদ্ধান্ত আইসিসি কোন সিদ্ধান্তও নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ব্যপারে বার্কলে বলেন, ‘আইসিসি আফগানিস্তানের নারী ও পুরুষ উভয়ের ক্রিকেট উন্নয়ন ও  এগিয়ে নিতে অব্যহত সহযোগিতা করে যেতে বদ্ধপরিকর।’
 
’আমরা বিশ্বাস করি এটি সম্ভব হতে সবচেয়ে কার্যকর উপায় হলো, আমাদের সদস্যদের তাদের চেস্টা অর্জন করতে সহযোগিতা করা, দেশটির নতুন সরকারের (তালেবানের) সঙ্গে সখ্যতা বজায় রেখে।’
 
ব্রাকলে আরো যোগ করেন, ক্রিকেটই খুব ভাগ্যবান যে এটি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছে। তিনি বলেছেন দেশটির ক্রিকেট দল তরুণদের জন্য একতাবদ্ধ হওয়া ও প্রেরণার উৎস। ফলে এই ধারা অব্যাহত রাখতে হবে তাদের। ‘আমাদের এটি রক্ষা করতে হবে এবং এই পরিবর্তনের ধারা অব্যহত রাখার জন্য এসিবিকে সহযোগিতা চালিয়ে যেতে হবে।’
 
এদিকে আফগানিস্তানের ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে আইসিসি। সে কমিটিতে রাখা হয়েছে উসমান খাজা, রমিজ রাজা, রস ম্যাককালাম ও লউসন নাইড়ুকে। তারা আইসিসিকে একটি প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ