২০২৪ সাল থেকে শুরু করে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির তিনটি ইভেন্ট আয়োজন করবে ভারত। এরমধ্যে ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এককভাবে ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালে যৌথভাবে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা।
তবে ভারতে আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করলে দেশটির সরকারকে ১০ ভাগ ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স দেয়া বাবদ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করায় বিসিসিআইয়ের প্রায় ৭৫০ কোটি রূপি ক্ষতি হবে বলে জানা গেছে। এ বছর যদি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি নিজ দেশে আয়োজন করত ভারত তাহলে এ ক্ষতির পরিমাণ আরো বাড়ত।
ফলে বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে জানায় বিসিসিআই। আইসিসির অন্য সদস্যরা তখন না-কি বলে যে বিসিসিআইয়ের এ ক্ষতি আইসিসিরই পুষিয়ে দেয়া উচিত। ফলে আইসিসি সিদ্ধান্ত নেয় ভারতে যে টুর্নামেন্টগুলো হবে, সে টুর্নামেন্টের ট্যাক্সের টাকা তারাই শোধ করবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায় এ কারণে এখন প্রায় ১৫০০ কোটি রূপি বেঁচে যাবে আইসিসির।
অবশ্য ট্যাক্সের বিষয়টি সব দেশেই চালু আছে। কিন্তু ভারত বাদে অন্য যে দেশেই আইসিসির টুর্নামেন্ট হোক না কেন, সেই দেশের সরকার তা মওকুফ করে দেয়। কিন্তু ভারক সরকার এটি করে না। তাছাড়া বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে বিসিসিআই চায় না সরকারের কাছ থেকে বিশেষ কোন সুবিধা আদায় করতে। ফলে নিজেদের ক্ষতি হলেও ট্যাক্স দিয়ে যায় তারা।