Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রামেক হাসপাতাল ফের মৃত্যু শূন্য

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১০:৫০ এএম

করোনায় মৃত্যুহীন আরেকটি দিন পার করল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গে কোনো রোগী মারা যায়নি। তবে এই এক দিনে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। এর আগে গত ১১ নভেম্বর মৃত্যুশূন্য দিন কেটেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এক দিন আগেও হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩১ জন।
বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ২ জন, নওগাঁর ৪ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন এবং মেহেরপুরের ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২ জনের। এই ২ জনের ১ জন জয়পুরহাট এবং ১ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ১ দশমিক ৭২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮ দশমিক ৩৩ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ