Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় বছর পর কর্তারপুর সাহিব করিডোর খুলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলছে কর্তারপুর করিডর। আগামী ১৯ নভেম্বর শিখদের পবিত্র উৎসব গুরুপুরবের আগে কর্তারপুর সাহিব করিডর খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আজ থেকেই খুলে যাচ্ছে তীর্থক্ষেত্রের করিডর। ভারত থেকে শিখরা পাকিস্তানে যেতে পারবেন। এর আগে পাকিস্তান হাইকমিশন থেকে ৩ হাজার তীর্থযাত্রীর ভিসা ইস্যু করা হয়। ইতোমধ্যে আফগানিস্তান থেকে অনেক তীর্থযাত্রী পাকিস্তানে এসে পৌঁছেছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে পাঞ্জাবের বিজেপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর্তারপুর সাহিব করিডর খুলে দেওয়ার জন্য আবেদন করেন। সেই মর্মে একটি স্মারকলিপিও জমা দেন তারা। সূত্রের খবর, কোভিড বিধি মেনে তীর্থে যেতে পারবেন শিখরা। শারীরিক দূরত্ববিধি, টিকার দুটি ডোজ, ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক।

উল্লেখ্য, গত ২০১৯ সালের নভেম্বর মাসে পাকিস্তান পাঞ্জাবের শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর সাহিব করিডর খুলে দেয়। প্রধানমন্ত্রী ইমরান খানের আগ্রহে সৌজন্যের নিদর্শনস্বরূপ এ করিডর খোলার অনুমতি দেয়া হয়। কিন্তু পরের বছর মার্চে করোনা অতিমারির কারণে বন্ধ করা হয়। মনে করা হচ্ছে, আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে কর্তারপুর সাহিব করিডর খোলার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্সপ্রেস ট্রিবিউন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ