গত ৪ নভেম্বর পিএসজির নারী দলের খেলোয়াড় খেইরা হামরাউয়ির উপর হামলা চালায় দুজন মুখোশধারী ব্যক্তি। খেইরা তার কয়েকজন সতীর্থের সঙ্গে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সেরে গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখন তার গাড়ি আটকিয়ে ও রাস্তায় তাকে নামিয়ে দুই পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেয়। আর তখন সেই দুইজন হামলাকারীর একজন নাকি বলেন, ‘তুই বিবাহিত পুরুষদের সঙ্গে ঘুমাতে পছন্দ করিস’।
এ ঘটনার পর খেইরার সঙ্গে গাড়িতে থাকা তারই সতীর্থ আমিনাতা দিয়াল্লোকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কারণ তাদের সন্দেহ হচ্ছিল আমিনাতো লোক ভাড়া করে তার উপর আক্রমণ করেছে। কারণ দুইজনই মিডফিল্ডার। আর খিয়ারোর জন্য আমিনাতো মাঠে খেলার সুযোগ কম পাচ্ছিলেন! তবে কয়কেদিন যেতেই ভুল ভাঙে পুলিশের। তারা জানতে পারে এ ঘটনার সঙ্গে আমিনাতো কোনভাবেই জড়িত না। ফলে তাকে ছেড়ে দেয়া হয় কোন অভিযোগ না এনে।
তবে এর মধ্যে ঘটনা নেয় নতুন মোড়। পুলিশ তদন্ত করে বের করে খিয়ারোর সঙ্গে সম্পর্ক ছিল বার্সেলোনা ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি খেলোয়াড় এরিক গার্সিয়ার। আর এখন পুলিশ সন্দেহ করছে এ হামলার পেছনে গার্সিয়ার হাত থাকতে পারে। কারণ খিয়ারো হামলার দিন সকালেও বার্সার কিংবদন্তির সঙ্গে কথা বলেন। এমনকি তার সিমটিও গার্সিয়ার নামে রেজিস্ট্রেশন করা। ফলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ফরাসি পুলিশ।
খেইরা পিএসজিতে যোগ দেয়ার আগে ছিলেন বার্সেলোনায়। তখন বার্সার স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন এরিক গার্সিয়া। পুলিশ সন্দেহ করছে এই সময়টায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং এই সম্পর্কের কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে। ২০২০ সালে গার্সিয়া চাকরি হারান। অপরদিকে খেইরা যোগ দেন পিএসজিতে।
তাছাড়া এরিক গার্সিয়ার স্ত্রীকে ডেকেছে পুলিশ। তাদের সন্দেহ নিজ স্বামীর সঙ্গে এমন মেলামেশা করায় গার্সিয়ার স্ত্রী ক্ষোভ থেকে এমন কিছু করে থাকতে পারেন।