Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধ দিল অভিযোগের পরই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

মহিষ দুধ না দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন এক কৃষক। শুধু তাই নয়, মহিষের ওপর জাদুবিদ্যার প্রভাব থাকতে পারে বলেও পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকায়।

মহিষের মালিক পুলিশের কাছে সাহায্য চাওয়ার ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থার দাবি ডিএসপি অরবিন্দ শাহ জানান, বাবুলাল জাদব নামে এক গ্রামবাসী গত শনিবার নয়াগাঁও থানায় অভিযোগ জানিয়েছেন যে তার মহিষ গত কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না।
বাবুলাল আরও বলেছেন, গ্রামের অন্যান্য লোকজন বিষয়টি জেনে তাকে বলেছেন যে মহিষটিকে হয়ত জাদুবিদ্যার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে। অভিযোগ জানানোর চার ঘণ্টা পরে আবার মহিষটিকে নিয়ে থানায় যান ওই কৃষক। আরও একবার পুলিশের কাছে সাহায্য চান তিনি।

এ বিষয়ে ডিএসপি অরবিন্দ শাহ আরও জানান, ‘আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম কোনো পশু চিকিৎসককে নিয়ে ওই গ্রামবাসীকে সাহায্য করতে। কিন্তু গত রোববার সকালে আবার গ্রামবাসীরা থানায় গিয়ে পুলিশকে ধন্যবাদ দেন এবং জানান সকালে দুধ দিয়েছে মহিষটি’। সূত্র : পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ