Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেনের অর্ধেকের বেশিই বেক্সিমকোর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বøক মার্কেটে মোট ৯৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। অংশ নিয়েছিল ৩৩টি প্রতিষ্ঠান। তবে এর অর্ধেকের বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। গতকাল বøকে বেক্সিমকোর ৫৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে আট কোটি ৭৫ লাখ তিন হাজার টাকার। আট কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এছাড়া বেক্সিমকো ফার্মার পাঁচ কোটি এক লাখ ২৫ হাজার টাকা, জিনেক্স ইনফোসিসের তিন কোটি ৩৯ লাখ ৩৪ হাজার টাকা, কাট্টলী টেক্সটাইলের দুই কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের এক কোটি ৯২ লাখ ৮৭ হাজার টাকা, সালভো কেমিক্যালসের এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রভাতী ইন্স্যুরেন্সের এক কোটি আট লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮৪ লাখ ৪৩ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫৪ লাখ পাঁচ হাজার টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ৫৩ লাখ ৭৬ হাজার টাকা, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫৩ লাখ সাত হাজার টাকা এবং সাইফ পাওয়ারের ৫১ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়।
এককভাবে ৫০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলসের ৩১ লাখ ৬৯ হাজার টাকা, সিমটেক্সের ২৯ লাখ ১৮ হাজার টাকা, আরডি ফুডের ২৮ লাখ ৭১ হাজার টাকা, ঢাকা ডাইংয়ের ২৪ লাখ ১০ হাজার টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৭ লাখ ৪১ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লাখ ৩১ হাজার টাকা, মীর আক্তারের ১৫ লাখ ৬২ হাজার টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ৩০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ১১ লাখ ৭৩ হাজার টাকা এবং এনার্জিপ্যাক পাওয়ারের ১০ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া এককভাবে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সায়হাম কটনের আট লাখ ৫৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের সাত লাখ ১২ হাজার টাকা, গ্রামীণফোনের ছয় লাখ ৯৯ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ছয় লাখ ৮৮ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্টের ছয় লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণ ওয়ান: স্কিম-২’র ছয় লাখ দুই হাজার টাকা, ডেল্টালাইফের পাঁচ লাখ ১৭ হাজার টাকা এবং বিডিকমের পাঁচ লাখ নয় হাজার টাকার লেনদেন হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেক্সিমকো

২০ অক্টোবর, ২০২২
২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ