Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আবাহনীকেও হারাল মেরিনার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৮:১৭ পিএম

ঘরোয়া হকির মর্যাদার আসর প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের পর এবার আবাহনী লিমিটেডকেও হারাল শিরোপা প্রত্যাশি ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মেরিনার ১-০ গোলে আবাহনীকে হারিয়ে এগারো ম্যাচের সবগুলো জিতে প্রথম রাউন্ড শেষ করলো। বিজয়ী দলের ভারতীয় খেলোয়াড় সুখজিৎ সিং একমাত্র জয়সূচক গোলটি করেন। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো মেরিনার। দশ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে মোহামেডানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে আবাহনী। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত দু’টি, আশরাফুল ইসলাম, সুনীর ভট্টাচার্য্য, মইনুল ইসলাম কৌশিক ও রাজীব দাস একটি করে গোল করেন। এই জয়ে দশ ম্যাচ শেষে মোহামেডানেরও সংগ্রহ ২৭ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ