Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকার্ভ একক থেকে বিদায় রোমান-দিয়াদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৭:৫৭ পিএম

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ ও নারী দুই বিভাগের একক ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। পুরুষ বিভাগে হাকিম আহমেদ রুবেল ও নারীতে দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠলেও শেষ ষোল থেকেই বিদায় নিতে হয় রোমান সানাকে। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত রিকার্ভ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে রুবেলের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে আসর থেকে ছিটকে পড়েন রোমান। এই ইভেন্টে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছিলেন রোমান সানা। এরপর ভিয়েতনামের আরচ্যারকে ৬-০ ব্যবধানে হারিয়ে উঠেছিলেন শেষ ষোলতে। কিন্তু কোয়ার্টার ফাইনালে আর ওঠা হয়নি রোমানের। তাকে হারিয়ে শেষ আটে উঠলেও সেমিফাইনালে খেলার সুযোগ পাননি রুবেল। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন রিও অলিম্পিকে স্বর্ণজেতা দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ লি সেউঙ্গিউন। সেমিতে ওঠার লড়াইয়ে লি সেউঙ্গিউনের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে বিদায় নেন রুবেল। তৃতীয় রাউন্ড পর্যন্ত উঠেছিলেন রামকৃষ্ণ। শেষ ষোলতে ওঠার লড়াইয়ে তিনি ৬-৪ ব্যবধানে হেরে যান ভারতের পার্থ সুশান্তের কাছে। স্বাগতিক দলের আরেক আরচ্যার আবদুর রহমানও বিদায় নেন তৃতীয় রাউন্ড থেকে।

অন্যদিকে নারীদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছে দেশের অন্যতম সেরা নারী আরচ্যার দিয়া সিদ্দিকীকেও। ভারতের এক নম্বর আরচ্যার ভাকাত অংকিতাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে শেষ আটে উঠেছিলেন দিয়া। কিন্তু শেষ চারে যাওয়ার লড়াইয়ে তিনি দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ জাং দাসোমির কাছে ৭-১ সেট পয়েন্টে হেরে বিদায় নেন। তবে হারলেও দিন শেষে নিজেদের পারফরম্যান্সকে উন্নতির দিকেই দেখছেন স্বাগতিক বাংলাদেশের আরচ্যাররা। খেলা শেষে রোমান সানা বলেন,‘রুবেলের সঙ্গে খেলেছি। গত দিনের তুলনায় শুটিং ও টাইমিং ভালো হয়েছে। অন্য কারো সঙ্গে খেলা হলে হয়তো এই ম্যাচে জিতে যেতাম। রুবেল খুব ভালো খেলেছে। ওয়ার্ল্ড ক্লাস ম্যাচের মতো হয়েছে এটা। বড় মঞ্চে ফোকাস ছিল আমার ওপর। এতে দু:খ নেই। জুনিয়ররা ভালো করছে। এবার লক্ষ্য দলগতে পদক অর্জন করা।’ তিনি যোগ করেন,‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে সত্যিই আমাদের কোন তুলনা চলে না। ওদের বিপক্ষে জিতলে হলে অনেক বেশিই ভালো করতে হবে আমাদের।’ সেমিফাইনালে উঠতে না পারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘এর আগে লি’র কাছে আরও তিনবার হেরেছি। তারা বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন। যদিও লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলার। কিন্তু পারিনি। দুর্ভাগ্য আমার। তবে নিজের পারফরম্যান্সে আমি, সন্তুষ্ট।’ দিয়ার কথায়, ‘অবশ্যই নিজের পারফরম্যান্সে আমি সন্তষ্ট। প্রতিপক্ষ হিসেবে ভারত ও কোরিয়া সব সময় শক্তিশালী। প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের অংকিতার বিপক্ষে খেলে জিতেছি। তাই ভেবেছিলাম এরপর যে সামনে পড়বে তার সঙ্গেও জিতব। এখানে ভাগ্যেরও ব্যাপার রয়েছে। কোরিয়ার সঙ্গে এক পয়েন্ট পেয়েছি। তবে শেষের দিকে আর পেরে উঠিনি। তবে আজ আমার শুটিং, স্কোর ভালো হয়েছে। তাই আশা করি ডে বাই ডে আমরা আরও উন্নতি করবো।’

-->


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ