Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শামীমা নার্গিস বিডিবিএল এর নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৪:৪৯ পিএম

সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়। অক্টোবর ২০২০ এ অবসর গ্রহণের পূর্বে তিনি সর্বশেষ পরিকল্পনা কমিশনের দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। হুভার্ট এইচ হামফ্রে ফেলোশিপের আওতায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করেন এবং বিশ্বব্যাংকের Voice Secondment Program (VSP) এ অংশগ্রহণ করেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে "মাস্টারিং নেগোশিয়েশন” বিষয়ে এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লিডারশীপ বিষয়ে কোর্স সম্পন্ন করেন। শামীমা নার্গিস ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং দীর্ঘ চাকুরি জীবনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেয়ারম্যান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ