বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় গত ২৪ ঘন্টায় ১২৮ টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শুন্য দশমিক ৭৮। একই সময়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খুলনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭৭৬ জন।
এদিকে, খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন চলতি মাসের ২০ তারিখ বা কাছাকাছি সময়ে খুলনার শিক্ষার্থীদের ফাইজারের তৈরি করোনা টিকা দেওয়া শুরু হবে। প্রাথমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের প্রথম ডোজ টিকাদানের জন্য প্রস্ততি নেওয়া হচ্ছে। ফাইজারের টিকা যেহেতু বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে দিতে হয় তাই এ বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টিকাকর্মীদের প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা বাছাই করে কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে। যেখান থেকে শুধু শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।