শুধু ড্র করলেই হবে! তাতেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত। জয় পেলে আরো ভালো। এমন একটি সহজ হিসাব নিয়ে আজ সার্বিয়ার বিপক্ষে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে নামে পর্তুগাল। তবে ম্যাচটিতে জয় তো পায়নি, রোনালদোর পর্তুগাল ড্রও করতে পারেনি। তারা ম্যাচটিতে হেরে যায় ২-১ গোলের ব্যবধানে। ফলে জয় তুলে নিয়ে সার্বিয়া সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে।
তবে পর্তুগাল যেহেতু গ্রুপ রানার্সআপ হয়েছে ফলে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে জায়গা করে নেয়ার আরেকটি শেষ সুযোগ পাবে তারা, সেটি প্লে-অফের মাধ্যমে। আগামী বছরের মার্চ মাসে হবে এ প্লে-অফ। যেখানে প্রত্যেকটি গ্রুপের রানার্সআপরা খেলবে। এই প্লে-অফ থেকে আরো তিনটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এদিকে ম্যাচটিতে মাত্র ২ মিনিটের সময় গোল করে এগিয়ে যায় পর্তুগাল। তাদের হয়ে গোলটি করেন সান্জেজ। অপরদিকে সার্বিয়ার হয়ে ৩৩ ও ৯০ মিনিটের সময় গোল করেন তাদিক ও মিতরোভিক।