আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে নিউজিল্যান্ড। শিরোপা জয় করতে অস্ট্রেলিয়ার করতে হবে ১৭৩ রান। বিশ্বকাপের ফাইনালে যা সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি করেছিল ভারত। তারা ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৫৭ রান করে ও শিরোপা জিতে নেয়।
ম্যাচটিতে প্রথম দশ ওভারে ৫৭ রান করে নিউজিল্যান্ড। পরের দশ ওভারে তারা করে ১১৫ রান।
ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান করেছেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ৮৫ করেন ইংল্যান্ডের বিপক্ষে। যদিও উইলিয়ামসন মাত্র ১৭ রানেই আউট হতে পারতেন। কিন্তু ১৭ রানের সময় তার ক্যাচ ছেড়ে দেন জস হ্যাজেলউড। জীবন পেয়ে এটি কাজে লাগাতে একটুও ভুল করেননি উইলিয়ামসন। তিনি ৩২ বলে হাফসেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুত গতিতে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন মার্টিন গাপটিল।
ম্যাচটিতে চার ওভার বল করে ৬০ রান দেন মিচেল স্টার্ক। কিন্তু তিনি কোন উইকেট পাননি। বিশ্বকাপের ফাইনালে যা সবচেয়ে খরুচে বোলিং।
অজিদের মধ্যে একাই তিনটি উইকেট পেয়েছেন জস হ্যাজেলউড। তিনি মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। অপর উইকেটটি পেয়েছেন অ্যাডাম জাম্পা।