Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ নেতাদের হুমকিদাতা ধরতে না পারলে ব্যবস্থা নেবে খুলনা ছাত্রলীগ

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : সাত দিনের মধ্যে শীর্ষ নেতাদের প্রাণনাশের হুমকিদাতাদের সনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ব্যবস্থা নেবে খুলনা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৩ সালে খুলনা মহানগর ছাত্রলীগের তৎকালীন সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পী ও সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন সুজন এবং জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক এ চারজনকেই জীবননাশের হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এ ঘটনায়ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছিলেন নেতৃবৃন্দ। আজো সে রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ!
লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর বলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: আরাফাত হোসেন পল্টুকে দফায় দফায় প্রাণনাশের হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। সর্বশেষ গত ১৪ অক্টোবর রাত ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তি ০১৬১২ ৭৯৮১৮২ নম্বর দিয়ে পল্টুর ব্যবহৃত মোবাইলে কল করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শেষে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গত ১৫ অক্টোবর খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি (যার নং-৭৬০, ১৫-১০-১৬ ইং)। এর আগে গত ১৩ জানুয়ারি বেলা ১টা থেকে ২টার মধ্যে তার ব্যবহৃত ০১৭১২-৭৫৩১৮৯ মোবাইল নম্বরে ০১৯৩৬-৬৪৭৯৩২ নম্বর দিয়ে কল করে নিজেকে খুলনা সদর থানার অফিসার পরিচয় দিয়ে থানায় আসতে বলে। তখন তার পরিচয় জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সে ঘটনায়ও খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি (যার নং-৭৫৯, ১৫-০১-১৬ ইং)। অপরদিকে, গত ২ অক্টোবর ছাত্রলীগ নেতা কাজী আহাদুজ্জামান ডলারের ফেসবুক ম্যাসেঞ্জারে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও সাবেক সহ-সভাপতি কাজী আহাদুজ্জামান ডলারকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ডলার (যার নং-২০৬)। এসব ঘটনায় জিডি করলে পুলিশ প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ইতোমধ্যে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীর্ষ নেতাদের হুমকিদাতা ধরতে না পারলে ব্যবস্থা নেবে খুলনা ছাত্রলীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ