Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন ডলি সায়ন্থনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে স্টেজ শো বন্ধ ছিল। এখন ধীরে ধীরে তা শুরু হয়েছে। শিল্পীরাও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। বিশেষ করে শীতের সময়টা স্টেজ শো’র মৌসুম বলা হয়। এ সময় শিল্পীদের দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হয়। শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্থনীও গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি বলেন, প্রকৃত শিল্পীদের মূল জায়গা স্টেজ। আমি নিজেও স্টেজটাকে খুব উপভোগ করি। করোনার কারণে প্রিয় এই জায়গাটা মিস করেছি। মিউজিশিয়ানদের সঙ্গে পারফর্ম করা, শ্রোতাদের সরাসরি প্রতিক্রিয়া ও করতালি অনেক মিস করেছি। এখন ধীরে ধীরে স্টেজ শো শুরু হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু শো করেছি। খুব ভালো লাগছে। তিনি বলেন, শ্রোতাদের ভালোবাসার জন্যই আমরা শিল্পী। তাই তাদের সামনে গান গাইবার চেয়ে বড় আনন্দের অনুভূতি কিছুতে নেই। সামনেও বেশকিছু শো রয়েছে। এদিকে স্টেজ শোয়ের পাশাপাশি ডলি সায়ন্থনী বেশকিছু নতুন গানেও কণ্ঠ দিয়েছেন। এরমধ্যে নাজির মাহমুদ, মীর মাসুমসহ বেশ কয়েকজন সুরকারদের সুরে গান গেয়েছেন তিনি। সামনেও কিছু নতুন গানে কণ্ঠ দেবেন তিনি। ডলি বলেন, বেশকিছু ভালো মানের গান করব। যে গানগুলো মানুষ দীর্ঘদিন ধরে মনে রাখবেন। তারই ধারাবাহিকতায় এই গানগুলো করেছি। এগুলো সামনে ভিডিওসহ প্রকাশের ইচ্ছে রয়েছে। তিনি বলেন, করোনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পূরণ সম্ভব নয়। নতুন গান ও স্টেজ শো প্রায় বন্ধ ছিল। তবে আমাদের সবারই যার যার কাজে মনোযোগী হতে হবে। তাহলেই কেবল আগের ছন্দে ফেরা সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডলি সায়ন্থনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ