Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালনায় দেব পাটেলের অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

‘মাঙ্কি ম্যান’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হল দেব পাটেলের। এই ফিল্মে তিনি নিজেই কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন এক জেল পলাতকের ভূমিকায় যে লোভী কর্পোরেট জগতের বিরুদ্ধে প্রতিশোধের ইচ্ছা নিয়ে বেরোয়। জানা গেছে নেটফ্লিক্স ৩০ মিলিয়ন ডলারে রিভেঞ্জ থ্রিলারটির প্রদর্শন স্বত্ব কিনে নিয়েছে। ব্রন ও থান্ডার রোড ফিল্মটি প্রযোজনা করেছে। অভিনয় করেছেন শার্লটো কোপলি, শোভিতা ধুলিপালা, সিকান্দার খের, পীতবাস ত্রিপাঠী। ‘স্লামডগ মিলিওনেয়ার’ তারকা পল আঙ্গুনাওয়ালা এবং জন কোলির সঙ্গে চিত্রনাট্য লিখেছেন। হিন্দু পুরাণের হনুমানকে নিয়ে কাহিনী অনুপ্রাণিত। দেব পাটেল বলেন : “নেটফ্লিক্সের সঙ্গে অংশিদারিত্ব করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আশা করি এটি নতুন একটি শুরু। আমার গল্প হবে আমাদের গল্প। প্যানডেমিককে সামনে রেখে নির্মাণ ছিল একটি বড় চ্যালেঞ্জ। অ্যাকশন ফিল্মের প্রতি আমার আকর্ষণ আর ছোটবেলার গল্পকে এক করেছি, নির্মাণ উপভোগ করেছি খুব। আশা করি দর্শকদের ভাল লাগবে।” ভারতে শুটিং হবার কথা থাকলেও শেষ পর্যন্ত করোনা মহামারীর কারণে ইন্দোনেশিয়াতে মূল শুটিং সম্পন্ন করতে হয়। নেটফ্লিক্স বিশ্বব্যাপী প্রদর্শনের প্রত্যাশায় ‘মাঙ্কি ম্যান’-এর স্বত্ব কিনলেও শেষ পর্যন্ত সব দেশে ফিল্মটি প্রদর্শিত হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেব পাটেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ