Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুত্বপূর্ণ টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ৭:৩৯ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ফাইনালে টসে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।  আর গুরুত্বপূর্ণ টসে জয় পেয়ে বোলিং করার সিদ্ধান্ত  নিয়েছেন তিনি। 
 
দুবাইয়ের মাঠে টসে জিতে পরে ব্যাটিং করলে অর্থাৎ রান তাড়া করে খেললে জয়ের সম্ভাবনা বেশি। ফলে স্বাভাবিকভাবেই টসে জিতে আগে বোলিং নিয়েছে অস্টেলিয়া। 
 
এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নিজের ব্যাটে ঘুষি মেরে নিজের হাত ভেঙে ফেলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। ফলে তার বদলে দলে নিতে হয়েছে টিম সেইফার্টকে। এছাড়া দলে তারা আর কোন পরিবর্তন আনেনি। 
 
অপরদিকে অস্ট্রেলিয়া সেমিতে খেলে পাকিস্তানের বিপক্ষে। সেমিতে তারা যে দল নিয়ে খেলেছিল সে একই দল নিয়ে ফাইনালে নামছে। এটি প্রত্যাশিতই ছিল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ