নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
৪৪ ম্যাচ আর ২৭ দিনের লড়াইয়ের পর নির্ধারিত হয়েছে ফাইনালের দুই দল। তাসমান সাগর পাড়ের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড লড়বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার জন্য। আজ (রোববার) দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
সেমিফাইনালে দারুণ দুই ম্যাচ পার করে এসেছে তারা। এক দলের জন্য নায়ক হয়েছেন ড্যারিল মিচেল ও জিমি নিশাম। আরেক দলের জন্য ম্যাথু ওয়েড ও মার্কোস স্টয়নিস। ফাইনালেও যে জমজমাট লড়াই হবে, তা আঁচ করা যায় এখনই।
কিন্তু পরিসংখ্যানে কেমন ছিল দুই দলের লড়াই? সেখানে আধিপত্য অস্ট্রেলিয়ার। এই দুই দলই খেলেছিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সেটিতে ৪৪ রানে হেরেছিল স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড।
এরপর আরও ১৪বার একে-অপরের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর ৯টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাকি পাঁচটিতে জিতেছে কিউইরা। বিশ্বকাপে এখন অবধি একবারই দেখা হয়েছে দু দলের।
সেখানে অবশ্য জিতেছে কিউইরা। গত বিশ্বকাপের ম্যাচটিতে জিতেছিল কেন উইলিয়ামসনের দল। ৮ রানে জয় পায় তারা। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অজিদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।