Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নার ৩০ রান করলেই রেকর্ড গড়বেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ২:০০ পিএম
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম শিরোপার লক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এবারের ফাইনালে যে দল জয় পাবে সেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের রেকর্ড গড়েতে পারবে।
 
অপরদিকে আজকের ফাইনালে ৩০ রান করতে পারলে নতুন করে রেকর্ড গড়তে পারবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান করা। 
 
এবারের বিশ্বকাপে সেমিফাইনালসহ ছয়টি ম্যাচ খেলে ২৩৬ রান করেছেন ওয়ার্নার। ২০ ওভারের বিশ্বআসরে কোন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ২৬৫ রান করেছেন সাবেক বিধ্বংসী ওপেনার ম্যাথু হেইডেন। তিনি ২০০৭ বিশ্বকাপে ২৬৫ রান করেছিলেন। এখন ওয়ার্নার আজ ফাইনাল ম্যাচে ৩০ রান করতে পারলেই সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন। অজিদের মধ্যে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শেন ওয়াটসন। তিনি ২০১২ সালের বিশ্বকাপে ২৪৯ রান করেছিলেন। ফলে ওয়ার্নার আজ ৩০ রান করতে পারলে দ্বিতীয় সর্বোচ্চ ও সর্বোচ্চ রান টপকে নিজে নতুন করে রেকর্ড গড়তে পারবেন। তবে কিউই বোলারদের টেক্কা দিয়ে তিনি এই রান করতে সমর্থ হবেন কি-না তা সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত ওয়ার্নারের সময়টা বেশ ভালো যাচ্ছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ