টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১৯তম ওভারে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের ক্যাচ ছেড়ে দেন হাসান আলী। এই ক্যাচ মিসের খেসারত পাকিস্তানকে দিতে হয় সেমি থেকে বিদায় নিয়ে। বিষয়টি নিয়ে এতোদিন কোন কথা না বললেও আজ মুখ খুলেছেন হাসান আলী। সেই ম্যাচটি নিয়ে টুইটারে একটি বিবৃতি দিয়েছেন তিনি।
'আমি জানি আপনারা সবাই হতাশ, কারণ আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমি পারফরমেন্স করতে পারিনি, কিন্তু আমার চেয়ে বেশি হতাশ আর কেউ হয়নি। আমার কাছে আপনাদের যে প্রত্যাশা রয়েছে তা পরিবর্তন করবেন না। আমি পাকিস্তানের ক্রিকেটকে সেবা দিতে চাই, ঠিক যতটুকু সম্ভব, তাই কঠের পরিশ্রমে ফিরে যেতে হবে।'
‘এই ধাক্কা আমাকে আরো শক্তিশালী বানাবে। মেসেজ, টুইট, ফোন ও দোয়া করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার জন্য বেশ প্রয়োজনীয়।’ বলেন হাসান আলী।
এদিকে এ ক্যাচটি মিস করলেও দলের অধিনায়ক বাবর আজম সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন হাসান আলী। তাছাড়া সাবেক ক্রিকেটাররাও তার পক্ষে কথা বলেছেন।