Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গাঙ্গুলীর মতে সময়টা হবে নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:১৬ পিএম
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়ার মাধ্যমে আইসিসির টানা তিনটি প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা। 
 
ছোট একটি দেশ হয়েও সাম্প্রতিক সময়ে যেভাবে তারা ক্রিকেট বিশ্বকে শাসণ করছে তা অসাধারণ। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ফাইনালের আগ মূহুর্তে নিউজিল্যান্ডের প্রশংসা করেছেন। তিনি বলেছেন টিভিতে নিউজিল্যান্ডের চরিত্র ও সাহস যেমন দেখেন, এটি তার চেয়েও বেশি। 
 
‘আমি মনে করি খেলাধুলায় নিউজিল্যান্ডের জয়জয়কার চলছে। অস্ট্রেলিয়াও অসাধারণ। কিন্তু একটা লম্বা সময় ধরে তাদের খারাপ সময় যাচ্ছিল, যদিও তারাও বড় একটি ক্রিকেটীয় দেশ।  আমরা টিভিতে নিউজিল্যান্ডের যে সাহস ও চরিত্র দেখি তা বাস্তবে আরো অনেক বেশি। তারা কয়েক মাস আগে টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেছে। তারা ছোট একটি দেশ, কিন্তু সাহসিকতায় ভরপুর। আমার মনে হয় যে এটি নিউজিল্যান্ডের সময় হবে (নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করবে)।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ