Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১১:৩১ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (১৩ নভেম্বর) সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। আজও (রোববার) দেশের সাত বিভাগে টিপটিপ বৃষ্টি হতে পারে। রোববার (১৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর উত্তর তামিলনাড়ু ও এর আশপাশের এলাকায় যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপটি হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপটির উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ কারণে দেশের রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলাসহ সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কম থাকবে, দিনে বাড়তে পারে। তবে সামুদ্রিক কোনো সর্তকতা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ