Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেষট্টি বছর পর চার গোল করে ফ্রান্সকে বিশ্বকাপে নিয়ে গেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ৫:১৯ এএম | আপডেট : ৫:২৯ এএম, ১৪ নভেম্বর, ২০২১
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ 'ডি'তে আজ কাজাখস্তানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই ইউরোপিয়ান অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। বর্তমানে এই গ্রুপে সাত ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স।  ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ফিনল্যান্ড। 
 
ম্যাচটিতে ফ্রান্সের হয়ে একাই চারটি গোল করেছেন এমবাপ্পে, দুটি গোল করেছেন করিম বেনজেমা। আর একটি করে গোল করেছেন আদ্রিয়ান রেবিয়ট ও আন্তোনিও গ্রিজম্যান। 
 
আজকের ম্যাচটিতে চারটি গোল করার মাধ্যমে দীর্ঘ ৬৩ বছর পর প্রথম ফরাসি ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একটি ম্যাচে চারটি বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন পিএসজিতে খেলা এমবাপ্পে। তার আগে সর্বশেষবার ফ্রান্সের জার্সিতে এক ম্যাচে চারটি গোল করেন জাস্ট ফন্টাইন। তিনি ১৯৫৮ সাল পশ্চিম জার্মানির বিপক্ষে চারটি গোলই করেছিলেন। 
 
এমবাপ্পে প্রথমার্ধে তার হ্যাটট্রিক তুলে নেন। দ্বিতীয়ার্ধে গিয়ে করেন অপর গোলটি। বাকি সবাই গোল করেছেন দ্বিতীয়ার্ধেই। এর মধ্যে গ্রিজম্যান গোল করেছেন পেনাল্টি থেকে।


 

Show all comments
  • Rubel mia ১৪ নভেম্বর, ২০২১, ১০:০০ এএম says : 0
    He is vary good players..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ