Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাগার্জুন’ ছাড়লেন এবিগেল পান্ডে

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশ পটনায়েকের ‘নাগার্জুন- এক যোদ্ধা’ সিরিয়াল থেকে শিল্পীদের বিদায়ের পর্ব অব্যাহত আছে। সর্বশেষ এই কাফেলায় শামিল হলেন এবিগেল পাÐে। তিনি লাইফ ওকে চ্যানেলের সিরিয়ালটিতে টিনার ভূমিকায় অভিনয় করছিলেন। অভিনেত্রীটি জানিয়েছেন তার ভূমিকাটির আর এগোবার সম্ভাবনা নেই দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিয়ালটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছে, “নির্মাতারা শোয়ের আকর্ষণ বাড়াবার জন্য নতুন কিছু চরিত্র যোগ করে যাচ্ছে। কাহিনীর বর্তমান পর্যায়ে তার চরিত্রটির তেমন কিছু করার নেই অনুভব করে এবিগেল শোটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রডাকশন হাউসের সঙ্গে অভিনেত্রীটির কোন বিবাদ হয়নি।”
অতীতে নিকিতিন ধীর এবং পূজা ব্যানার্জি সিরিয়ালটি সিরিয়ালটি নিয়ে তাদের অস্বস্তির কথা প্রকাশ করেন। তারা যথাক্রমে কেন্দ্রীয় খল ভূমিকায় (আস্তিকা) এবং নুরির ভূমিকায় অভিনয় করেন। তারা সে সময় জানান তাদের ভূমিকা নিয়ে অসন্তোষের কথা প্রকাশ করেন। পরে প্রডাকশন হাউসের সঙ্গে তাদের সমঝোতা হয়। পূজা কাজ অব্যাহত রাখেন এবং নিকিতিনের চরিত্রটিকে ফিরিয়ে আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘নাগার্জুন’ ছাড়লেন এবিগেল পান্ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ