Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের জীবন নিয়ে কমেডি সিরিজ নির্মাণ করবেন অ্যালানিস মরিসেট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

গ্র্যামিজয়ী গায়িকা-গীতিকার অ্যালানিস মরিসেট তার নিজের জীবন নিয়ে একটি কমেডি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই সিরিজটি একক ক্যামেরায় ধারণ করা হবে। ‘রিলেটেবল’ নামের সিরিজটি কাহিনী লিখবেন এলিজাবেথ বেকউইথ এবং ক্রিস্টোফার ময়নিহান। বেকউইথ পাইলট পর্বের কাহিনী লিখবেন। টোয়েন্টিয়েট টেলিভিশন সিরিজটি প্রযোজনা করবে। মরিসেট ১৯৯৫’র ‘জ্যাগেড লিটল পিল’ অ্যালবামের জন্য খ্যাত, এটি ৩ কোটি কপি বিক্রি হয়েছে, একই নামে ব্রডওয়েতে একটি মিউজিকালও মঞ্চস্থ হয়েছে। এরপর তার আরও নয়টি অ্যালবাম মুক্তি পেয়েছে এছাড়া তাকে বড় ও ছোট পর্দায়ও দেখা গেছে অনেকবার। এই বছর তিনি ‘জ্যাগেড লিটল পিল’ অ্যালবামের ২৫তম বর্ষপূর্তিতে ট্যুর শুরু করেছেন। বেকউইথ হিট কমেডি সিরিজ ‘দ্য গোল্ডবার্গস’-এর তত্ত্বাবধায়ক প্রযোজক। এছাড়া তিনি ‘স্পিচলেস’ কমেডি সিরিজের কাহিনীসহ বিভিন্ন নেটওয়ার্কের জন্য স্ক্রিপ্ট লিখেছেন। তিনি সন্তান পালন নিয়ে ‘রেইজিং দ্য পারফেক্ট চাইল্ড থ্রু গিল্ট অ্যান্ড ম্যানিপুলেশন’ নামের একটি রসগ্রন্থের রচয়িতা। অন্যদিকে ময়নিহান কেভিন হার্টের ‘নাইট স্কুল’-এর কাহিনী লিখেছেন। তার রচনায় নির্মিত হয়েছে ‘মারলন’, ‘ম্যান আপ!’, ‘সেন্ট ফ্রান্সিস’ এবং ‘হান্ড্রেড কোশ্চেন্স’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালানিস মরিসেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ